Khoborerchokh logo

টঙ্গীতে ডাকাতদলের চার সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার 430 0

Khoborerchokh logo

টঙ্গীতে ডাকাতদলের চার সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

টঙ্গীর এরশাদনগর থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে শুক্রবার ভোর রাতে গ্রেফতার করেছে র‌্যাব-১এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো-টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকার মৃত-রজব আলীর ছেলে রিফাত হোসেন (২২), এরশাদনগর ১নং ব্লকের আবু মিয়ার ছেলে কাউসার হোসেন (২৪), মৃত-মাহাবুব আলমের ছেলে সুজন মিয়া (৩০) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাউসী গ্রামের মৃত-আব্দুল আলীম কাজীর ছেলে আরিফ হোসেন (২২)। র‌্যাব-১এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, এরশাদনগর ১নং বড় বাজার এলাকায় একদল দস্যু ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১এর সদস্যরা শুক্রবার ভোররাত সোয়া তিনটার দিকে রাজু বিরিয়ানি হাউজের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা উল্লিখিত ডাকাতদলের সক্রিয় সদস্যদের গ্রেফতার করেন। পরে তাদের হেফাজত থেকে দুটি ধারালো ছুরি, একটি চাপাতি, একটি চাকু, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১১০টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সকলেই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর-টঙ্গী-উত্তরাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার লুটে নিতো বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com